তারিখ  ঃ -–২১/০৯/২০২২   ইং  ।


সুখ  শান্তি  ?  ?


(  ১ )


মানুষকে  ঠকিয়ে
অর্থ-সম্পদ কামিয়ে
করি / কর  সুখের আশা
সে তো চাঁদ সম দুরাশা  ! !


(  ২ )


জুলুম কর , নির্যাতন কর
দখল কর , বিতাড়িত কর
কর পরম সুখের নেশা
তা তো ক্ষণিকের কুয়াশা  ।


( ৩ )


সুখ-শান্তি কোথায়  ?
শান্তি-স্বর্গ - মানবতায়
অকুণ্ঠ মানব সেবায়
চিন্তা চেতনা , কাজে পরোপকারিতায় ।।


( ৪ )


ধর্মে শান্তি , সুকর্মে শান্তি    
সৎ আদর্শ , সদ ব্যবহারে শান্তি
লোভ-লালসা , প্রাচুর্যের মোহে পড়ে
ডেকে আনে কাল্ অশান্তি ।


( ৫ )


অঢেল পাবো , প্রচুর খাবো
কাউকে না কিছু দেব
সবটুকু শান্তি-আয়েশ আমার------------
কিন্তু  ?  শান্তি চলে না নির্দেশে তোমার  ! !  


(  ৬ )


এভাবে  ;  শান্তির খোঁজে নিরন্তর সংগ্রাম  
ন্যায়-অন্যায় করে তিরোধান
অপ-কর্মের মাঝেই অশান্তির বান
পারে না করতে শান্তির সুধা পান ।।


( ৭ )


শান্তি শান্তি জপলেই পাবে না শান্তি
মহৎ শ্রেয় কাজেই শান্তি
অবৈধ-অপরাধে নিয়ে আসে অশান্তি
সত্য-ন্যায় , শুচিতে সকল প্রশান্তি  ! !  


( ৮ )


সুখ-শান্তি বাসা বাঁধে মনে
দুশ্চিন্তা আচ্ছন্ন করে যমে
সৃষ্টির মংগল করি প্রতিক্ষণ
তাতেই মিলবে শান্তির অন্বেষণ  ।


(  ৯ )


মানুষই শান্তি সুষমার মা-বাপ
তারা শান্তি-পীযূষের রক্ষক ভক্ষক
ঐ মানব ই যদি করে শান্তি স্থিতি নষ্ট
পদে পদে বাড়ে দুঃখ-কষ্ট  ।


(  ১০ )


ভালোবাসার বাতায়ন দাও খুলে
সুখের সুশীতল বাতাস বহিবে
অমানবিকতার  গবাক্ষ করো বন্ধ
রচিবে পারিজাত পৃথিবীর প্রবন্ধ  ! !


শরীফ  নবাব  হোসেন  ।