১৩/১২/২০২০ ইং , সময় – সকাল – ৯-০০টা ।


সুখের  মায়া  !


কত রকম লেপ তোষক
নরম বালিশ
মখমলের সাজানো বিছানা ,
কত রকম পোশাক-আশাক
শান শওকত , ঠাণ্ডা র দিনে গরম
গরমের দিনে ঠাণ্ডা র ব্যবস্থা  ।


দেহ-কায়ায় হবে একটু কষ্ট
এ ভাবনে সদা ব্যস্ত
দাস দাসী করেছে ন্যস্ত ,
কোথায় কী মনোহারী আছে
আরাম-আয়াশের লাগিয়া
প্রস্তুত  রাখ সে সব কাছে ।


এ ভাবে সুখ শান্তির পেছনে যত্ত
ভাবনা চিন্তা , অর্থ সম্পদ ও শ্রম
বিনাশে থাকে মত্ত ,
প্রভুর স্মরণ একান্তই ভুলে
দুনিয়াদারি কে পাবার ব্যস্ততা ই
জীবনের সময় পার করে সমূলে ।


চলতে চলতে একবার    
নিঃশ্বাস হয় বন্ধ
বিশ্ব জগৎ তখন নিরানন্দ ,
বিলম্ব আর যায় না করা
নানা রঙের ধরণী থেকে
অন্তিম বিদায়ের আয়োজন করা ।


সাথের সাথী হবে
একখানা সাদা কাপড়
বিশাল শূন্যতা মাথার উপর ,
শীত বর্ষাতে নেই কোন উপায়
অসীম দুঃখ-বেদনায় শুইয়ে দিবে
চিরন্তন মাটির বিছানায় ।


এটাই তাঁর শেষ ঠিকানা
গন্তব্য কোন অজানা
সবকিছুই সেখানে অচেনা ।


শরীফ নবাব হোসেন ।