তারিখ ঃ – ১৪/০৩/২০২১ ইং , সময় – রাত – ৯-১০ মিনিট ।


সূ্রা  বাক্বারাহ্ – বঙ্গানুবাদ  ( শেষ দুই আয়াত )


রাসূল ( সঃ ) ও মুমিন গণ
ঈমান এনেছে তাঁর প্রতি
রবের পক্ষ হতে যা  হয়েছে নাযিল তাতে ।
তারা সকলে এনেছে ঈমান
আল্লাহর প্রতি , তাঁর ফেরেস্তা গণ ও
কিতাবে এবং রাসূল গণের প্রতি ।


তারা বলে , আমরা শুনলাম এবং মানলাম –
কোন পার্থক্য করি না রাসূল গণের মধ্যে ।
হে রব ! আমরা ক্ষমা চাই তোমার নিকট
তোমারই কাছে হবে প্রত্যাবর্তন ।
আল্লাহ তায়ালা দেন না –
তার সাধ্যের বাইরে
কোন কষ্টদায়ক দায়িত্ব কারো উপর ।
সে পাবে , ভালো কাজের প্রতিদান
আর মন্দ কাজের জন্য শাস্তি ।


হে আমাদের রব !
আমাদের ভুল বা ত্রুটির জন্য
তুমি করো না আমাদের অপরাধী ।
হে মোদের রব !
পূর্ববর্তী  গণের উপর যেমন করেছিলে
গুরু দায়িত্ব অর্পণ ,
আমাদের উপর করবেন না
তেমন দায়িত্ব অর্পণ ।
হে আমাদের রব !
আমাদেরকে দিবেন না এমন ভার
যা বহন করার মতো , নেই আমাদের শক্তি ।


আমাদের করুন পাপ  মোচন
আমাদের কে করুন ক্ষমা
আমাদের প্রতি করুন দয়া
আপনি ই আমাদের অভিভাবক !
অতএব , কাফের দের উপর আমাদেরকে
করুন বিজয়ী  ! !


শরীফ নবাব হোসেন ।