তারিখ ঃ – ০৭-০৪-২০২২ ইং , সময় – বিকাল ঃ ৫-২০ মিনিট ।


সূরা-  ফাতিহা   ( বঙ্গানুবাদ )
মক্কায়  অবতীর্ণ ,
রুকু ঃ ১ ,   আয়াত ঃ ৭  ।


সমস্ত প্রশংসা আল্লাহর জন্য
যিনি নিখিল জাহানের রব ।
যিনি পরম করুণাময়
অসীম দয়ালু ।
যিনি মালিক বিচার দিনের ।
আমরা দাসত্ব করি কেবল তোমারই
এবং
সাহায্য চাই তোমারই কাছে  ।
আমাদেরকে প্রদর্শন কর
সরল সঠিক পথ ।
ঐ সমস্ত লোকদের পথ
যাঁদের কে তুমি দান করেছ নিয়ামত ।
তাদের পথ আমাদেরকে প্রদর্শন কর
যাঁরা অভিশপ্ত এবং পথভ্রষ্ট নয় ।।


সূরা   ফাতিহার  ফযিলত ঃ


হাদীস শরীফে বর্ণিত আছে –
সর্বপেক্ষা উত্তম যিকর
‘’ লা- ইলা-হা   ইল্লাল্লাহ্ ‘’
এবং
  সর্বপেক্ষা উত্তম দোয়া
সূরা ফাতিহা ।


রাসূ্লে করীম ( সঃ ) বলেছেন –
যাঁর হাতে আমার জীবন তাঁর কসম ,
সূ্রা ফাতিহার দৃষ্টান্ত –
তাওরাত , যবূর , ইঞ্জিল
প্রভৃতি অন্য কোন আসমানী কিতাবে তো
নেই-ই , এমন কি পবিত্র কোরআনেও
নাযিল হয়নি এর সমতুল্য      
    অন্য  কোন  সূ্রা । - ( মা’রিফুল কোরআন )


নিদ্রার পূর্বে এ সূ্রা করলে পাঠ
মূত্যু ব্যতীত আর সব
বিপদ থেকে পাবে রক্ষা ।।
সূ্রা ফাতিহার আছে
আরো অনেক কল্যাণকর
পবিত্র ফযিলত ,
যার পাঠে আছে
আল্লাহর অসীম রহমত ।।  
  
শরীফ নবাব হোসেন ।