বিসমিল্লা-হির রাহ্ মা-নির রাহীম ।


সূরা  ক্বাদর  ( বঙ্গানুবাদ )
মক্কী , আয়াত :  ৫ , রুকু ঃ ১ ।


আমি  অবতীর্ণ  করেছি
এ  ‘’ কোরআন  ‘’ -
ঐ মহিমান্বিত রজনী তে  ;


মহিমান্বিত  রাত্রি সম্বদ্ধে
তুমি কি জান ?


‘’  মহিমান্বিত রজনী  ‘’ -
সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ ।


তাদের প্রতিপালকের অনুমতিক্রমে
প্রত্যেক টি কাজে সে রাতে
অবতীর্ণ হয় –
ফেরেশতা গণ ও  জিব্রাঈল ( আঃ ) ।।


সে রাত্রি –
হয় শান্তিপ্রসূ  ও নিরাপত্তাময়ী  
যতক্ষণ না ঊষার আবির্ভাব ঘটে ।  


শরীফ নবাব হোসেন ।