২৬/০২/২০২১ ইং , সময় – রাত – ৯-০০টা


স্ব দেশের  স্বাধীনতা ।।
( ষোড়শী কবিতা )


স্ব দেশের স্বাধীনতার মূল্য অনেক বেশী
প্রকৃতির দেশ মোদের বিশ্ব সেরা রূপসী ।
পেয়েছি প্রোজ্জ্বল পতাকা , মানচিত্র সম্মান
চির জাগরূক রাখব করে তাকে অম্লান ।


মোরা  মর্তে শির নত করবো না কারো কাছে
উর্বর ভূমি আর বিশাল জনগোষ্ঠি  আছে ।
দেশ ও জাতির তরে করবো  দু’হাতে কাজ
গড়বো মানুষের পক্ষে পাপ মুক্ত সমাজ ।


দেশের দুর্নীতি , অবিচার   চিরতরে বন্ধ
দূর করবো অসভ্যতা , বর্বরতার গন্ধ ।
শৌর্যে , বীর্যে , মননে , ত্যাগে জাতি হিসাবে শ্রেষ্ঠ
ধরার প্রাণ কে উপহার দেবো উৎকৃষ্ট ।


দেশের স্বার্থ-বিত্ত  হতে দেবো না কভু ক্ষুণ্ণ
ষোল কোটি জনতার মুখে তুলে দেবো অন্ন ।
জীবন দিয়ে রক্ষা করবো দেশ মা’র মান
মুক্ত জাতির জনতা গাইবে শান্তির গান ।।


শরীফ নবাব হোসেন ।
( বিঃ দ্রঃ – মাত্রা – ৪+৪+৪+৪ = ১৬ পঙক্তি ,
প্রতি পংক্তিতে ১৬  অক্ষর ।।