১৭/১২/২০১৯, সময় –সকাল -৯-০০টা


স্বাধীনতার মূল্য !


স্বাধীনতার মূল্য তুমি কী ভাবে দিবে ?
যে যেখানে আছে, যে পদে আছে
সেখান থেকে দায়িত্ব পালন করতে হবে,
কাজ না করে কোন দল,মত বা নেতার
লেজুর বৃত্তি করলে দেশের তাতে কী লাভ !
রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে হবে,
রক্ষক যদি ভক্ষক হয়
কী আর গতি থাকে !


জনগণের পাওনা সেবা ও অধিকার
পূর্ণ মর্যদায় দিতে হবে, প্রভুত্বের আচরণ তোমার  সাজে না ।
এখানে কেহ কারো মনিব নয়
সবাই রাষ্ট্রের চাকর ।
কোন পদে আসীন মানেই প্রভু নয়
দায়িত্ব  পালন করতে পারলেই
তিনি হবেন মর্যদাবান, অন্যথায়-
নরগের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত  হবে  ।


যিনি কোন পদে থাকেন, তিনি তো কোষাগার থেকে
বেতন, ভাতা, বোনাস, গাড়ী-বাড়ী,মেডিকেল সুবিধা
সব পাচ্ছেন, যে জনগণ শত রকম
কর দিয়ে দেশের কোষাগার ভর্তি  করেন
তিনি কী পাচছেন ? তা দেখতে হবে !


বরণ দ্রব্য মূল্যের উর্ব্  গতি, মজুতদারী, কৃত্রিম সংকট,
খাদ্য-ঔষুধে ভেজাল, অফিসে বিড়ম্বনা-দীর্ঘ  সূত্রিতা,
ঘুষের চাকায় পিষ্ঠ, করের বোঝায় অতিষ্ঠ,
গণ পরিবহনে জিম্মী, আরো নাম জানা-অজানা
হাজারো হয়রানির স্বীকার ।
মানুষ যদি এত জর্জরিত তবে স্বাধীনতার মূল্য কোথায় ?


স্বাধীনতার দাম দিতে হবে কথায় ও গানে গানে নয়
দিতে হবে প্রাণে প্রাণে, হৃদয়ে হৃদয়ে, আত্মায় আত্মায় !
অসৎ পথে, অসৎ কাজে, দায়িত্বে  অবহেলা,
দেশের সম্পদ লুন্ঠন, রাতারাতি কোটিপতি,
পদ ও ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির হোতা,
এবং প্রভুত্বের আচরণে সদা মগ্ন,
এগুলোর চর্চা করে স্বাধীনতার মূল্য দেয়া যাবে না,
পাওয়াও  যাবে  না ।
এসবের বিপরীত কর্মকান্ড গুলো সাড়া দেশে প্রতিষ্ঠিত
করতে হবে শতভাগ ।


শরীফ নবাব হোসেন স্যাম্ব, মীরবাড়ী , দেওয়ানহাট ।