০৬/০৩/২০২০, সময় – সকাল -৯- ৪৫ মিনিট


স্বাধীনতা  ও  বঙ্গবন্ধু  !


বঙ্গবন্ধু  ও স্বাধীনতা
একই কথা, এক সূত্রে গাঁথা
একটি স্বপ্ন, একটি আশা
নাম তার স্বাধীনতা
একটি স্বপ্ন, লক্ষ আশা
বাংলার মানুষকে ভালোবাসা ।
একজন ছাড়া অন্যটি হতো না
স্বাধীনতার মালা পরা যেত না ।


বঙ্গবন্ধু  জানতেন !
স্বাধীনতা  আসবে, আসতে  হবে
তাই দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে
আপামর জনগণ কে সংগঠিত করতে হবে ।
আন্দোলন, সংগ্রাম চালিয়ে গেলেন  সারাজীবন  
জেল-জুলুম সহ্য করে বাংলাকে করেন আপন ।


ডাক  দিলেন আন্দোলনের, ডাক দিলেন স্বাধীনতার      
গর্জে  উঠলেন বঙ্গবন্ধু, কেঁপে উঠলো শাসক-শোষকের মসনদ ও ক্ষমতার
ঝাঁপিয়ে পড়লো মুক্তিযুদ্ধে  সারা বাংলার মানুষ
জ্বলে উঠলো দাউ দাউ করে স্বাধীনতার  ফানুস ।
কে রাখতে পারবে বাংলাকে পরাধীন !
কালের এক মহা শুভক্ষণে বাংলাদেশ হলো স্বাধীন ।


পূরণ হলো বঙ্গবন্ধুর লালিত্য স্বপ্ন ও  প্রত্যাশার
শুরু হলো আগামী নতুন দিনের রাঙা ঊষার
সার্বভৌমোত্বের প্রদীপ জ্বালিয়ে  দেন
নিয়ে বুক ভরা আশা
দিয়েছেন অনুপম বাংলাদেশ গড়ার ভরসা
দিয়ে গেছেন বাংলাকে আমৃত্যু অকৃত্রিম ভালোবাসা  ! !


শরীফ নবাব  হোসেন  ।