০৪/০৩/২০২০, সময় –রাত – ১০-০০ টা


স্বাধীনতার  পরশ  ! !


স্বাধীনতা তো মানুষের চিরন্তন অধিকার
বাঁচার জন্য তার অপরিসীম দরকার !
স্বাধীনতা  বিহীন জীবন অন্ধকার
পরাধীনতায় হয় মনুষ্যত্বের ছারখার ।
তাই অমানিশার অন্ধকার ভেদ করে
উদিত হয় সোনালী  সূর্য  বাংলার আকাশ ভরে ।
বাংলার ভূমি ভাসে তাজা রক্তে  রাঙা
কিন্ত ! স্বাধীনতা রুখতে পারে নাই হিংস্র-হায়েনা !


বাংলার জনতার দুর্বার  সংগ্রাম ও মরণ-পণ
পাকহানাদারকে বাধ্য করে, করতে আত্মসমর্পন  ।
বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জন কাংখিত স্বাধীনতা
বিশ্বের দরবারে গড়েছে  শাশ্বত মান-মর্যদার আসনপাতা ।


স্বাধীনতা ব্যতীত আসে না আত্মার সুখ
দেখা হত না কভূ নতুন দিনের  প্রদীপ্ত  মুখ ।
আমাদের স্বাধীনতা মণি-মুক্তায় খচিত
ইহার নাম রক্ত  দিয়ে রচিত ।


এটা লাখো শহীদের আত্মদান, মা-বোনের সম্ভ্রমদান
সাত কোটি মানুষের অবদান, বজায় রাখবো গৌরব ও সম্মান !
অতএব, এ স্বাধীনতার দাম দিব কীভাবে ?
ত্যাগের মহিমা, দেশপ্রেম ও কর্মদিয়ে এর দাম চাইব দিতে !
স্বাধীনতার  মূল্য দিবে কীভাবে ?
ষোল কোটি মানুষকে প্রাণ দিয়ে ভালোবেসে এর দিতে হবে মূল্য !!


শরীফ নবাব হোসেন ।