তারিখ ঃ – ২৪/০৩/২০২১ ইং ,  সময় – বিকাল – ৩- ৫০ মিনিট ।


স্বাধীনতার   আকাঙ্ক্ষা  ।।


স্বাধীনতার  আকাঙ্ক্ষা মানুষের স্থায়ী নিরাপত্তা
খাবার , কাপড় , শিক্ষা ও কর্ম সংস্থানের আস্থা
কথা বলার অধিকার , সুরক্ষা ব্যক্তি  স্বাধীনতা
ন্যায় বিচার সুনিশ্চিত , তাই স্বাধীনতার বার্তা ।
ভোক্তা র অধিকার রক্ষা স্বাধীন দেশের প্রত্যাশা
জনগণের কল্যাণ স্বাধীনতার পরম ব্যাপ্তি
স্বাধীনতার সুখ সকলে করবে সমান ভোগ
সুষম বণ্টন না হলে বাড়ে জাতির মহা দুখ ।


স্বাধীনতা পবিত্র রাজনীতির দৃঢ় অঙ্গীকার
প্রকৃত স্বদেশ প্রেমের অর্জন এর রূপ কার
এর মূল্য নহে দেশের সম্পদ , ইজ্জত লুন্ঠনে
মানুষ কে ভালোবাসার নামে সর্ব দিক ঠকিয়ে
স্ব দেশের স্বার্থ , সম্মান , শির সবকিছুর  ঊর্ধ্বে  
স্বাধীনতার অর্থ খুঁজে পাবো মানবতার মধ্যে ।


শরীফ নবাব হোসেন ।
( স্তবক – ৮ + ৬ লাইন , প্রতি লাইনে ১৮ অক্ষর )