২৬/০৯/২০২০ ইং , সময় – দুপুর – ২-০০ টা


স্বভাবের মতিগতি । ।


মানুষের স্বভাব
বিচিত্র তার সম্মোহনী প্রভাব
এ খুঁজে শুধুই সুখ
এতে কখনো বাড়ে দুখ
স্বভাব সহজে বদলায় না
যদি বাধ্য করে না বদলায়
কথায় আছে –
কয়লা ধূইলেও ময়লা যায় না
স্বভাব ও সে রকম
এমনিতেই হয় না পরিবর্তন  । ।


স্বভাবের মতি গতিতে
কেউ সামাজিক
কেহ বা অসামাজিক
কেহ কেহ ব্যবহারে অমায়িক
কেহ আবার রুক্ষ তায় অমানবিক
কেহ বেশ স্বার্থপর
আবার কেহ কিছুটা কম
কেহ শুধু নিজ কে নিয়ে ব্যস্ত
কেহ আছে পরোপকারী
কেহ বা সমাজে ত্যাগী
আবার কেহ সংসার বিরাগী ।


কেহ পরের সুখে ভ্রু কুচ কায়
থাকে ক্ষতি করার অপেক্ষায়
কেহ বা পরের সুখে হয় সুখী
কারো অকল্যাণে হয় অসুখী
কেহ আছে অসহিষ্ণু , অধৈর্য
কেহ বা সহিষ্ণু ও ধৈর্যশীল ।


কারো চরিত্র অত্যাচারী , মারমুখী    
শাসন , শোষণ ও জুলুমের ধ্বজাধারী
কেহ বা মনুষ্যত্বের ব্রতচারী
সুস্থ , সুন্দর ও ন্যায়বান মনের অধিকারি
কেহ চলে অন্তরে বিদ্বেষী , হিংসা পরায়ণ
কেহ বা মানুষকে ভালোবাসায় করে আপন ।


কারো স্বভাব সদালাপী , মিতব্যয়ী
আবার কেহ বা বাচাল , অপচয় কারী
কেহ মনে-প্রাণে অতিশয় লোভী
জগতের সবকিছু নিতে চায় লুটে
কেহ বা অল্পতে সুখী
দৈনন্দিন জীবনে যা জুটে ।  
  
কেহ আছে মানসলোকে সুন্দরের পূজারী
আবার কেহ করে অশুভ ও ঘৃণ্য কাজের তাঁবেদারি
কেহ স্ব ভাবে চামচা বাজ , তোষামুদে ও চাটুকারিতার
ধারক , বাহক ও পৃষ্ঠপোষক
এরা সদা , সর্বদা আপন স্বার্থ  
পটু তার সাথে আদায় করে সব ।


অনেকে স্ব ভাবে বেশ নির্লজ্জ
দেশ , সমাজ ও মানুষের ক্ষতি করতে পারে অনিবার্য
যদিও এদের কাজ-কর্ম  কঠোর শাস্তি যোগ্য
কিন্তু এটা তাদের কাছে উপভোগ্য ।


কেহ আত্মীয়-স্বজন , বন্ধু-বান্ধবের
রাখে সম্পর্ক ও খোঁজ খবর
কেহ আবার কারোর ই ধারে না ধার
রাখে না হৃদ্যতা ও খবর
এগুলো  স্বভাবের ই তারতম্য
যার যেমন মানুষিক তা তেমন তার জন্য ।


তারপর ও ইচ্ছা করলে
স্বভাব-চরিত্র করে পরিবর্তন
সরল ,সঠিক , পূণ্যময় ও নৈতিক কাজের
শিল্পীর রঙ তুলির ন্যায় করা যায় অংকন
তাতে নিজে ও পেতে পারে আত্মিক প্রশান্তি
অন্যকে ও দিতে পারে চলমান জীবনে শান্তি ও স্বস্তি  । ।


শরীফ নবাব হোসেন ।