২৫/১২/২০২০ ইং , সময় – সকাল – ১০-০০ টা


তৈলের  বাহার , তৈলের  কেরামতি  ! !


(  ব্যঙ্গ কবিতা  )


উপরে তেল , নিচে তেল
তেলের মধ্যে ভাসিয়ে গেল্ ।
বসের সারা অংগে তেল
তেল ধারণে হারায় খেইল ।
তেল বাজরা তেল দেয়
সাহেবেরা সাদরে লুপে নেয় ।
তেল গিলতে কী মজা
যেন কৈ মাছ ভাজা !


তেলে তেলে তেল তেলা
তেলের মধ্যে সারা বেলা ।
তেল খেয়ে থাকে না হুঁশ
আত্ম হারায় বেসামাল বেহুঁশ ।
তখন দায়-দায়িত্বের ধারা না ধার
অবৈধ সুযোগ নেয় সমঝদার ।
তৈলে অর্থ-সম্পদ , পদোন্নতি সবই আসে
জন জীবনে প্রকৃত রাই থাকে ত্রাসে ।


চামচার হাতে তেলের ডিপু
বাজায় সদা তেলের ভেঁপু ।
তেলে তেলে তৈলাক্ত
মালিশে মালিশে করে ব্যক্ত ।
মনের খায়েশ যত রসিয়ে
নেয় সব অনায়াসে হাতিয়ে ।
অফিসার , আমলা , নেতারা তেলের ভক্ত
তেল  বাজরা এতে সীমাহীন শক্ত ।


দেশ ও জনগণের বাজে বারো টা  
তেল বাজরা টানে গোস পরটা
অবৈধ কাজের যত মূল
তৈল ও ঘুষে পাকায় গোল ।
এ দু’য়ে যারা সিদ্ধ  হস্ত
লুটেপুটে হজম করে দেশের সমস্ত ।
তৈল বাজ , ঘুষখোর , দুর্নীতি বাজ ভাই ভাই
ধান্ধা তাদের অবিরত খাই খাই ।  


অফিস আদালতে অন্তহীন তেলের কারসাজি
তেলে অভ্যস্থদের জীবনে বাজি মাতি ।
তেলের চর্চা যেন আলাদ্দীনের চেরাগ বাতি
আঙ্গুল ফুলে কলা গাছ হয় রাতারাতি ।
এটা এমন এক পরাকাষ্ঠা গুণ
হাসিল করতে পারে মনস্কামনা হাজার গুণ ।
তৈলের অতিমাত্রা ব্যবহারে চামচ ঘর্মাক্ত
তুষ্ট তায় প্রভু বলে দিয়ে যাও –
নয়তো আমি বিরক্ত  ।।


যত পায় তত চাই
অসাধু দের কোন সন্তুষ্টি  নাই ।
তাদের কে করতে হবে চিহ্নিত
দেশের খাতিরে , এদের বিচার বিহিত ।
এরা দেশের শত্রু , প্রয়োজন করা বয়কট
রাষ্ট্র ও জনগণের সম্পদ লুণ্ঠন না হয় যেন প্রকট ।
লোভে পাপ পাপে মৃত্যু
তাদের বেলায় হয় যেন সত্য  ।।


(  চামচ -- চামচা ,  প্রভু - ঊর্ধ্বতন ব্যক্তি/ কর্মকর্তা )


শরীফ নবাব হোসেন ।