তারিখ ঃ – ২৩/০২/২০২১ ইং , সময় – রাত – ৮-০০ টা


থাকবো  মানুষের  পাশে ।।


যেভাবে হোক থাকতে হবে সদা মানুষের পাশে
সকল ধর্ম  বলে তাই , মানবের কল্যাণ আগে ।
মানব ধর্ম তে সে কথা , সবাই যাতে সুখী হয়
দুঃখীর দুখে ব্যথা না পেলে  , মানব কি তাকে বলে ?
দুনিয়াতে বাস করি সুবিশাল আকাশের নিচে  
ঐ নীলিমার অসীম উদারতা ক্ষয় হয় কিসে ?
জীবের খাঁটি সেবায় খুশি  হন স্রষ্টা  অনায়াসে
অন্তরের যাতনা লাঘব হয় প্রেমের  পিয়াসে !


বুভুক্ষু , মুমূর্ষু , নিপীড়িত আদমের পাশে থাকি
জীবনে এর চেয়ে আনন্দের কী আর থাকে বাকী !
মানুষ যদি মানুষের হিতার্থে এগিয়ে না আসে
বনের পশু , জীব-জন্তু রা কি আসবে তার কাজে ?
লোভের বশে , বিদ্বেষে মানব কে করি অবহেলা
কোন জনমে মিলবে না মোদের মঙ্গলের মেলা ।


সৃষ্টির সেরা মানুষ , হবে শুভ কর্মে  চির সেরা
অকাজের কলঙ্কে সে কেন রবে অমানুষে ঘেরা ।
মানুষ ই গড়বে স্বর্গ , শান্তির  সুকান্ত পৃথিবী
দুঃস্থের পাশে থাকব মোরা জীবনের শেষ অব্দী ।


শরীফ নবাব হোসেন ।
( বিঃ দ্রঃ – মাত্রা = ৮+৬+৪ ।
প্রতি পংক্তিতে ১৮ বর্ণ । )