টোকাই


আমি টোকাই
আমার নেই কোন ঠিকানা
রাস্তার পাশে , ফুটপাতে , মার্কেটের সিঁড়িতে
দোকানের চালার নিচে
যেখানে পায় ঘুমায় ।


যখন যে কেহ সেখান থেকেও
তাড়িয়ে দেয়  
নিরাপদ আশ্রয় বলতে কিছুই নেই
ঝড় , বৃষ্টি , রোদ , তীব্র বাতাস , বিজলীর চমকানি
সবি ই সহ্য করে অকাতরে মোর দেহ খানি ।


সারাদিন ময়লা থেকে জিনিস কুড়ায়
মহাজনের কাছে বিক্রি করে যা পায়
তা দিয়ে পেটে খায়  
কখনো বা ভাসমান কাজে লাগি
কাজ না জুটলে অনাহারে রাত জাগি ।


জগতে কত আনন্দ উল্লাস
সুস্বাদু খাবার , বাহারি পোশাক
স্বজন দের শত সতর্ক  নজরদারি
কিছুই নেই বলে আমার সবি ই সমান
খোলা আকাশের নিচে দেখি আসমান ।


আমি আছি আমার মাঝে
কারো মাঝে আমি নেই
ধরাতে যখন কিছু পায়নি
ভবে অভাগা বলে কী লাভ !
অবহেলার সাথে নিত্য করি ভাব ।


চাওয়া-পাওয়া ও ভাগ্য বলে
কিছু যে একটা আছে
তা তো  আমার অদৃশ্য বা মরীচিকা
আমার কোথায় শুরু  কোথায় শেষ
বিধাতাই শুধু জানেন  সেটা  বেশ !


আমি চলতেই আছি উদ্দেশ্য হীন    
গন্তব্য বলতে  নেই জানা
নিজেই নিজের অভিভাবক
মানি না কারো মানা
কারো ধার তো ধারি না !


শরীফ নবাব হোসেন  ।