০৯/১২/২০১৯


তোমাকেই খুঁজি


তোমাকে খুঁজি আমি
কাননে কাননে, মৌমাছির মতো ফুলে ফুলে
শীতের সকালে ঘাস ও ধান পাতার উপর
শিশির বিন্দুতে, সাঝেঁর বেলায় কুয়াশার ধোঁয়াশায়
কাজলা পুকুর পাড়ে
নলুয়া দিঘীর সান বাধাঁনো ঘাটে
পল্লীর ঝোঁপঝাড় ও লতায় পাতায়
নদীর তীরে কাশফুলের বাগিচায়
ভেসে থাকা অগনিত ডিঙ্গি নৌকায়
সূর্যাস্তে নীড়ে ফেরা পাখিদের ঝাঁকে
মানুষের ভীড়ে জনপদের বাকেঁ বাকেঁ
আকাশে নীল ও সাদা মেঘের ফাঁকে ফাঁকে
ফাল্গুনী হাওয়ায়, তাজমহলের মায়াবী আঙিনায় ।


তোমাকে খুঁজি আমি
লক্ষ তারার ঝিকিমিকিতে, চাঁদের জ্যোছনায়
শুকতারার হাসিতে, উজ্জল নক্ষত্রে
গ্রহ থেকে গ্রহান্তরে, সৌর জগতের অসীম প্রান্তে
নীল সমুদ্রের বুকে, শুভ্র ঢেউয়ের ফণায়
সৈকতের চোরা বালিতে, পাগলা হাওয়ায়
পাহাড়ের চূড়া থেকে নামা ঝর্ণ ধারায়
আরো কত কী সৃষ্টির নিশানায় !


খোঁজতে খোঁজতে আমি ক্লান্ত, পরিশ্রান্ত, কিংকর্তব্যবিমূঢ় !
হঠাৎ তন্দ্রা আসে, হই ঘুমে বিভোর
গভীর মগ্নে স্বপ্ন দেখি
তুমি তো রয়েছো
আমার হৃদয়ের গহীনে
মনের মণিকোঠায়
প্রাণের আলোকিত সুশোভিত পল্লবে রাঙা আঙিনায় ! ! !


শরীফ নবাব হোসন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।