২৬/১২/২০১৯, সময়- ৬-২৫ মিনিট


তোষামোদি !


পদে থাকতে তোষামুদি
পদ গেলে হায় হায়
কেহ আর ফিরে নাহি চায়
কেহ কাছে নাহি যায়
কাউকে কাছে নাহি পাই
কেউ না স্তুতির গান গায় ।


প্রশংসা করার থাকে না কেউ
তৈল আর মাখে না কেহ
ব্যাগ নিয়ে নয় টানাটানি
উল্টো করে কানাকানি
বানায় না কেহ প্রধান অতিথি
চলছে এখন অমাবশ্যার তিথি ।


ফুলের তোড়া জুটে না আর
খোঁজটা রাখে কে কার !
পড়তে হয় পদের বিড়ম্বনা
থাকে শুধু মানষিক যন্ত্রণা
পদে থাকতে কত বাহাদুরি
ফুরিয়ে গেছে ঝারিজুড়ি ।


স্বপ্নে পদবীটা এসে বলে -
কী রে, তুই তো ছিলি আকাশে
ধরা ছোঁয়ার বাহিরে
এখন কী তোর হাল !
জেগে উঠে দেখে দীর্ঘ নিঃশ্বাসে
অবস্থা  তার বেসামাল !


অবশেষে –
হায়রে হায় তোষামোদি
স্বপনে শুধু তোরেই খোঁজি !
তুই তো আসবি না আর কোনদিন
খাঁচায় বন্ধী  আমার সোনালী সুদিন ।


শরীফ নবাব হোসেন