তারিখ ঃ – ১০/০৭/২০২১ ইং , সময় – সকাল – ১১-২০ মিনিট ।


উত্তম   চরিত্রের  গুণাবলীর চর্চা  প্রয়োজন ।।


সকল ধর্মের   সব মানুষের  
এ সব গুণ থাকা উচিত
মানুষ হলেই মাত্র
এ সকল স্বভাবের  অনুশীলন সমুচিত ।


সত্য কথা বলা
বিনয়ী ভাবে চলা
কোমলতা  থাকা চাই
উদারতার বিকল্প নাই ।


বিশাল গুণ লোভ না থাকা
ক্রোধ বর্জনে  ঘুরে উন্নতির চাকা
আত্মসংযমী হওয়া টাই মহা সংগ্রাম
সৎ কাজে চিত্তের দৃঢ় তায় ফুলের বাগান ।


পিতামাতাকে অন্তরে করা ভক্তি
তাতে মিলে আত্মার মুক্তি
পরোপকার করলে পরে
সমাজ শান্তিতে ভরে ।

অহংকার না করাই উত্তম
এটার মালিক স্রষ্টায় সর্বোত্তম
প্রতিহিংসা আনে ধ্বংস
কুটিলতা পরিহার সুস্থির অংশ ।


সবার শোক-দুঃখে হওয়া চাই সমব্যথী
দয়া-মায়া তার সত্যিকার জ্ঞাতি
মানবিকতা ভুবনের অনিন্দ্য-শ্রেষ্ঠ  স্বর্গ  
অহিংস মনোভাব বিলায় রঙ্গনার অর্ঘ্য ।


শালীনতা , বিনম্রতা ছড়ায় প্রসূ্নের সুবাস
সহমর্মিতা  , সহনশীলতা গড়ে সন্তোষের আবাস
সরলতা , নির্মলতা  যেন শশীর দ্যুতি  
মহত্ত্বই জীবনের অতি মূল্যবান ভাতি ।


ক্ষমাশীলতা বেশ উঁচু মানসিকতার লক্ষ্মণ
সহিষ্ণুতা মানব প্রেমের মধুক্ষণ
অধ্যবসায় সার্বিক  সফলতার চাবিকাঠি
ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ  ত্যাগী মণীষীর মাপকাঠি ।  


স্বভাবে চাই বীরের ন্যায় ধৈর্য
সত্য প্রতিষ্ঠায় নির্ভীকতা  অপরিহার্য
চিন্তায় , কথায় ও কাজে  অতি আবশ্যক সততা
শপথ অটল পরিচ্ছন্ন জীবন যাপনের মানসিকতা ।


প্রবৃত্তির প্রত্যাশা কারো জন্য ক্ষতিকর না হওয়া
মানুষ ও প্রকৃ্তিকে অকৃত্রিম নিত্য ভালোবাসা
পরিশুদ্ধ তার কল্যাণে অবারিত সাধারণ জীবন যাপন
সবকিছুকে করে নিতে হবে একান্ত আপন ।


জীবন ও জগৎ কে জানার অধ্যয়নের নেই বিকল্প
স্ব-মহিমায় গড়বে বসুমাতার শান্তির রূপকল্প
পারিজাত গুণের ব্যবহারে জীবনে আসবে স্বাচ্ছন্দ্য
চলার সরণি হবে না বাধা-বিঘ্ন , বন্ধুর , মন্দ ।।


সদ গুণের রীতিমত চর্চায় মানুষের আদর্শ
এ আদর্শকে যথার্থ  লালন-পালনই স্বমতাদর্শ
এসব আচরণের প্রতিফলনে হয় মহৎ-মানব
জীবন চরিত থেকে এ নীতি গুলোর  পরিত্যাগের ফল দানব ।


শরীফ নবাব  হোসেন ।