তারিখ ঃ – ১৩/০২/২০২১ ইং , সময় – রাত – ১০-০৫ মিনিট ।


ভালোবাসা টা  কেমন হবে  ?


ভালোবাসার ভুবন হবে
ফুলের মতো কমনীয়
পাপড়ির মতো কোমল আকর্ষণীয়
শিমুল , পলাশ , কৃষ্ণচূড়ার রঙে রাঙা
শিশুর মতো নিষ্পাপ
মা-বাবার মতো অকৃত্রিম
লতার মতো অষ্টেপৃষ্ঠে  জড়ানো ।


ভালোবাসা প্রাঙ্গণ  হবে
বৃষ্টির মতো সারা অঙ্গে বিধৌত
সমুদ্রের ঢেউয়ের মতো ক্লান্তি হীন উত্তাল
পাহাড়ের মতো নির্বাক , শান্ত , ত্যাগী
ঝর্ণার মতো নিরন্তর বেগবান্‌
বাতাসের মতো প্রাণ জুড়ানো অনুভূতি
অনন্ত আলিঙ্গনে দু’জনের নগ্ন পিয়াসি ।


ভালোবাসা  হৃদয় হবে
মহীরুহের ন্যায় ফুল , ফল ও ছায়ায় ভরা
ব্যোমের  রুপে খোলা , উদার ও প্রশস্ত
দিগন্তের সদৃশ মায়ায় বিস্তৃত
তারকার মতো ঝিকিমিকি উজ্জ্বল
চাঁদের  মতো সুহাসিনী , স্নিগ্ধতায়  সজল ।


ভালোবাসার প্রান্তর
অরণ্যে র মতো সৃষ্টির অনন্যা
গাঁয়ের মেটো পথে দূ্রন্ত কিশোরের উড়ানো ধূলি
রংধনু র সাত রঙে আঁকা অবনী
প্রেমের প্রত্যাশা নিঃস্বার্থের উষ্ণ অঞ্জলি ।

ভালোবাসার পৃথিবী
শাণিত হবে মমতা , আন্তরিকতায় পরিপূর্ণ
বিশ্বাস ও আস্থায় ধন্য
অনুরাগ , অনুভব ও প্রীতিতে অনন্য
সখার বন্ধনে জড়িয়ে রাখবে অসামান্য
আদৃতের কুয়াশায় সিক্ত করবে দেহ-মন অতুলনীয় ।
  
ভালোবাসার মুহূর্ত গুলো হবে
জীবন থেকে জীবনে একাকার
বিন্দুতে সিন্ধু  
শূন্যে অসীম
বিভোর স্বপ্নে রঙীন
আশা-আকাঙ্ক্ষা , উদ্দীপনা র উচ্ছ্বাসে  
বসন্ত যৌবনা র চির সঙ্গীন ।


শরীফ নবাব হোসেন