২২/০১/২০২০, সকাল – ৮-০০ টা


ভালোবাসার   ছড়া


ভালোবাসা ভালোবাসা
তু্মি আমার প্রাণের আশা  
এই সাগরে নৌকা ভাসে
পূর্ণিমার চাঁদ হাসে ।  
তু্মি আমার
কর্ণফুলির ভাসা সাম্পান  
তোমার বুকে চড়ে আমি
দেখি নীল আসমান ।
মেঘ ভাসে আকাশে
আমি ভাসি তোমাতে
লক্ষ তারার ঝিকিমিকি
ভালোবাসা জ্বলে মিটিমিটি ।


তু্মি আমার
তোমায় নিয়ে যাব ভেলায়
সাত সমুদ্দর তের নদীর পাড়
গড়বো ভালোবাসার বিশাল পাহাড় ।
তু্মি আমার
বাগানে ফোটা তাজা ফুল  
ঐ ফুলে গাঁথবো মালা
হাসবে বেলি,জুঁই ও বকুল ।


তুমি আমার
বাঁধিব সু্খের ভালোবাসার ঘর
মরণেও করিওনা পর
তু্মি বিহনে হৃদয় অঙ্গনে
মরুভূমির ধূ-ধূ বালুচর ।
তু্মি আমার
একান্তে  ফাল্গুনী পরশ
ভালোবাসার জলতরঙ্গ
তোমাতে  হয় আমার স্বপ্ন  ভঙ্গ ।


তু্মি আমার
কবিতার রঙীন বর্ণমালা
তোমার  বিরহে বাড়ে জ্বালা
পরিয়ে রাখবো শিউ্লি ফুলের মালা ।
তু্মি আমার
একাকীত্বের অশরীরি ছায়া
মায়াবী লতায় জড়িয়ে রাখ মায়া
তু্মি আমার হৃদয়ের নন্দিনী ।
তু্মি আমার
উদ্দাম পাহাড়ি  ঝর্ণাধারা
ভাসিয়ে দাও ভালোবাসার পলি দিয়ে
হৃদয়ের দু’কুল
খোঁপায় গাঁথিব তোমার সদা বনফুল ।


শরীফ নবাব  হোসেন ।