৩০/০৬/২০২০ ইং , সময় – ৫ – ৪০ মিনিট


ভালোবাসার  জয় !


ভালোবাসার আছে জয়
নেই তো এর কোন ক্ষয়
নেই কোন পরাজয়
ভালোবাসা দিয়েই ধরাতে সবকিছু হয়
যা না হয় যুদ্ধ জয়ে  
অযুত-লক্ষ সৈনিক দিয়ে
রক্তের গঙ্গা বহিয়ে
এটম , পারমানবিক বোমা  তাক করিয়ে
জেট , বোমারু বিমানে বোমা ফাটিয়ে
দমন , পীড়ন , শক্তিমত্তা , হত্যা ও দখল দারিত্বে  ।  


মহানবী (সঃ) ইসলামের প্রচার ও প্রসার ঘটান
আদর্শ , ভালোবাসা ও মহানুভব তার আলো ছড়িয়ে
সনাতন ধর্মের  রাধা-কৃষ্ণের প্রেম লীলা  ও
ধর্ম  বিস্তার ভালোবাসার এক অনুপম নিদর্শন
যীশু খ্রীস্টের খ্রীস্ট ধর্মের প্রতিষ্ঠার মূল মন্ত্র ই হলো
মানুষের সেবা করা ও মানব কে ভালোবাসা
গৌতম বুদ্ধের বুদ্ধ  ধর্মের মর্ম বাণী
অহিংসা পরম  ধর্ম , জীব হত্যা মহাপাপ
সব ধর্ম ই বলে , সব ধর্মের প্রধান ও পবিত্র বাণী
মানুষকে মনে কষ্ট দেয়া , অবহেলা , অধিকার হরণ এক মহা অভিশাপ  । ।


ভালবাসা ই আশীর্বাদ , তাতে আছে অসীম সুখের বাতাস
ভালোবাসা তো সূর্যের মতো সতত ত্যাগী
চাঁদের ন্যায় স্নিগ্ধ , কমনীয় , মায়াবী
সমুদ্রের বুকের সমেত বিশাল , বিস্তৃত , ধারণকারী
পাহাড়ের মতো নিঃস্বার্থ , নিঃশর্ত , মূর্তিমান দাতা
বৃক্ষের ন্যায় চির কালের বন্ধু
বারির মতো নিরন্তর সাফ , পবিত্রতা কারী
পবনের  রুপে জীবনের নিত্য সংগী
ঝর্ণা ধারার স্বভাবে আবহমান কাল বহমান
কাননের স্বরূপ হাজার ফুলের রূপ-সুবাস করছে দান ।  

ভালোবাসাকে কখনো ক্ষণিকের পরাজয় মনে হলেও
ব্যর্থ , ক্ষয় , লয় , অকার্যকর , অক্ষম মনে হলেও
এটা হয়ে থাকে স্বল্প  সময় , স্বল্প পরিসর ও খন্ডকালীন।
বাস্তবে ,
ভালোবাসা চিরন্তন , অমর , অক্ষয় , অব্যয় ও অবিনাশী
ভালোবাসার মাপকাঠি শুধু বিশেষণ ও বিশেষণের বিশেষণ দিয়ে
অন্য কোন পদ বা শব্দ  দ্বারা এটা পরিমাপ যোগ্য নহে
ভালোবাসা ললিত স্বপ্ন গুলোকে বাস্তবে দেয় রূপ
এর দৈর্ঘ্য , প্রস্থ যদি বলি কতটুকু !
তাহলে বলবো মর্তের পূর্ব  থেকে পশ্চিম
উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত
যদি বলি ভালোবাসা কতো শক্তিধর !
তা হলে বলবো ভূ-পৃষ্ঠের মাধ্যাকর্ষণের চেয়েও এটা বেশী শক্তিশালী ?

ভালোবাসার শ্রেষ্ঠত্বে রচিত হয় তাজমহল
পৃথিবী সৃষ্টি  থেকে আজ পর্যন্ত
যত কিছু সুকান্ত  তা ভালোবাসা থেকেই হয় সৃষ্টি
ভালোবাসার জন্য হয় , হয় ভালবাসাকে জীবন্ত করার জন্য
ভালোবাসার  কারণেই আদম-হাওয়া  আসে দুনিয়াতে
অজস্র বন্ধন , আবেগ , অনুভূতি , কামনা , বাসনা ,
ত্যাগ , সাধনা সবি ই আছে ভালোবাসা তে
ভালোবাসা ই ভুবনের আলোকসুন্দর স্বর্গ
মানব জীবনের পারিজাত অর্ঘ্য
জাত , কুল , বর্ণ , মান , সীমানা মানে না এর বর্গ
ভালোবাসা ই ইহকাল ও পর কালের অন্তহীন সৌন্দর্য  !  
এটা বিধাতার অবিনশ্বর দান যা বসুমতীর বিকাশে অপরিহার্য  । ।


ভূ্মন্ডলের অধিপতি , প্রকৃতি ,মহীর সব শুভ সৃষ্টি  ও ভালো্বাসা
একই সু্রে , একই সূত্রে , একই বাঁধনে আছে গাঁথা
আত্মার সাথে দেহের অংগ সমূহ
যেমন আছে একান্তে  পাতা ! !

শরীফ নবাব হোসেন , স্যাম্ব , মীরবাড়ী , দেওয়ানাাট , চট্টগ্রাম ।