তারিখ ঃ ০৪/০৭/২০২১ ইং , সময় – সন্ধ্যা – ৭-০০ টা ।


ভালোবাসার  নেই   ইতি ।।


ভালোবাসা ফুরায় না , তা চিরঞ্জীব
অবিরাম চলে নদীর প্রবাহের মতো ।
ভালোবাসা হতে পারে বারিধি সম গভীর ।
ভালোবাসা  অনন্ত অনুভবে
হৃদয়ের ভাস্বর প্রস্রবণ
বাধাহীন সমীরের  অবিনাশী আলোড়ন ।


সবাই কে ভালোবাসা যায়
এর কখনো ক্ষয় নাই ।
অর্থ-সম্পদ , টাকাকড়ি অর্পণে কমে
প্রেম উৎসর্গে  প্রত্যহ অনাবিল বাড়ে ।
কাউকে  ভালবাসলে অপর কাউকে   যায় না  ভালোবাসা
তা  কিন্তু  একেবারেই  এমন না ।


মানুষের চিরায়ত ভুল ধারণা
অমুক কে ভালোবাসে
তাই আমাকে পছন্দ করে না ।
একসাথে সব সম্পর্ক কে  পারে ভালোবাসতে  
এজন্য বিন্দু পরিমাণ কারো প্রতি
হৃদ্যতার হয় না  ম্লান বা হ্রাস  !


ভালোবাসা বৃষ্টির অঝোর ধারা  
সে সবকিছুকে দেয় ভিজিয়ে
সিক্ত করে অফুরন্ত স্পর্শে  ।
ভালোবাসা  দিবাকরের জ্যোতি
সারা অবনী করে উদ্ভাসিত
এর পরশে অন্তরাত্মা উল্লসিত ।


ভালোবাসা সৃষ্টির শ্রেষ্ঠ পুরস্কার
পূত-পবিত্র , নির্মল
অনাদি , অনন্ত , অমূল্য
সকলের সহজাত প্রাপ্য
সকল মান দণ্ডের ঊর্ধ্বে
সত্তায় চির মহিমান্বিত !
  
এ অনুভূতি প্রাণ কে করে  উজ্জীবিত  ।
তাই তো ভালবাসবো সবাই কে -
আত্মীয় , অনাত্মীয় , আপন-পর , স্বজাতি-বিজাতি
নিজ ধর্মের , অন্য ধর্মের
প্রতিবেশী , দেশ বাসী , বিশ্ব বাসী
সকল জীবকে , সব মানুষকে ।


     শরীফ নবাব হোসেন ।