০৮/১১/২০১৯, বিকাল- ৪-৪২মি:


ভালোবাসার পংক্তি


ভালোবাসা স্বর্গীয় সুবাতাস
বেহেস্তের ফুল,
বসন্তের কোকিল, আমের মুকুল
শিশুর হাসি, স্নেহময়ী মায়ের কোল,
কিশোরির আলতো পায়ের নিরব পদধ্বণি,
প্রেমিকার আবেগী চাহনি, তরুণির গালের টোল ।


ভালোবাসা যুবতির দৃঢ় বাহু বন্ধন
প্রেয়সীর প্রেমময় উষ্ণ আলিঙ্গন,
তার রাঙা ঠোঁটের কোমল স্পর্শ,
আবেশ মাখা মুখে, কাছে থাকার আহবান,
স্ত্রীর দেয়া গরম চায়ের  কাপে চুমুক,
বন্ধুর মিষ্টি হাসির মধুর পরশ ।


ভালোবাসা ভরা নদীর জোয়ার
মুক্ত আকাশে লক্ষ তারার ঝিকিমিকি,
হেমন্তের সকালে কচি ধানের পাতায় শিশির,
কনকনে শীতে ঢাকা কুয়াশার সাগর,
বসন্তের রঙীন ফুলের মেলা,
সকাল-সন্ধ্যায় শত পাখির কলরব ।


ভালোবাসা চাঁদের সোহাগী জোছনা
গভীর রাতে প্রিয় উপন্যাসের পাতায় চোখ বুলানো,
অথবা রবীন্দ্র সংগীতের সুরে সুরে
কল্পনার সুখ রাজ্যে বিচরণ,
কবিতার পাতায় পংত্তিতে তোমাকে খোঁজা,
হৃদয়ের গভীরে প্রিয়জনকে কামনার মজা ।


এইতো আমার ভালোবাসা
আমাদের জীবন-নি:শ্বাসের ভালোবাসা,
সবারই ভালোবাসা,
পরিপূর্ণ কাছে পাবার আশা,
চলে মান অভিমান
ভালোবাসায় হয়  মরু যন্ত্রণার অবসান ।


ভালবাসা  টক, মিষি্ট, ঝাল
হৃদয়ের গহীন সমুদ্রে তুলে পাল,
জেনে, শুনে, বুজে, মজে, দেখে হয়  বিনিকিনি
ভালবাসা এক অপুর্ব স্বাদের  দারুচিনি ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব,দেওয়ানহাট, মীরবাড়ি ।