০৪/০২/২০২০, সময় – রাত – ১০- ৩০ মিনিট

ভাষার  অমর  একুশ  ! ! !


ভাষার –


ভা – ভাষার জন্য দিয়েছি প্রাণ
ভাষাতেই  জীবন পূর্ণ  বিকাশমান
এ ভাষাতেই মনের অপরিসীম ভাব প্রকাশ আবহমান
ষা – ষোল কোটি মানুষের এই ভাষাতেই জাগরণ
এর মাঝেই  মানুষের গান গেয়ে যাব আমরণ  
র –  রচিত হয়েছে  এর  জন্য হাজারো মহাকাব্য
জন্মিছে জসীম, মধু, রবীন্দ্র, নজরুল ও জীবনানন্দ
এ ভাষার কর্ষনে পেয়েছি জীবনের নিরুপম আনন্দ


অমর –


অ - অহংকার আমার ফেব্রুয়ারী ও রাঙ্গা ফাল্গুণ
জ্বালিয়েছে বাংলা মায়ের বুকে আগুন
ম – মান  ও  মর্যদায় ইহা শ্রেষ্ঠত্বের অতুলনীয়
ষোল কোটি জনতার অতিশয় প্রাণের  প্রিয়
র – রাঙিয়েছে তাজা রক্ত  দিয়ে বাংলার মায়ের বুক
পেয়েছে সবাই আপন ভাষার অমৃত-মধুর সুখ


একুশ !!!


এ – এখন আমরা স্বাধীনভাবে করি চর্চা মুখের ভাষা
আমার ভাষা খোদার দেয়া বেহেস্তেরই খাসা
কু – কু্টি কু্টি করে শিখি বাংলা বর্ণমালা
এ বর্ণ  দিয়ে গাঁথি বীজয়ের মালা, মিটায় মনের জ্বালা
শ – শত-সহস্র আশা, আমার প্রাণের ভাষা
মা মা বলি যখন, পায় তাতে বাঁচার ভরসা ।


পরিশেষে গরব করে বলি --------
বাংলা ভাষা ছিল বাপ-দাদার অলংকার ও অহংকার
আমাদের কাছে এটা অমূল্য সম্পদের ভান্ডার  ! !


শরীফ নবাব হোসেন ।