২২/০১/২০২১ ইং । সময় – সকাল – ১০ -৩০ মিনিট ।


ভাস্বর  তারুণ্য  ও   তারুণ্যের  নির্ভীক  ভাস্কর  ।।


তারুণ্য ই প্রবাহমান শক্তি
তরুণেরা ই দিতে পারে সুশোভনের মুক্তি
তরুণ-যুবরাই  উদ্ভাসিত সত্য
ভাঙতে পারে তিমিরের অসত্য
পায়ে দলবে যারা অমানুষ অসভ্য  
তারাই হতে হবে সু শিক্ষায় সুশিক্ষিত
তারাই তাড়াবে  অশিক্ষা র কু শিক্ষিত
তরুণেরা ই হবে ন্যায়ের  ধারালো তলোয়ার
সুচারু সমাজ প্রতিষ্ঠার  অদম্য হাতিয়ার ।  


  তরুণেরা ই  জ্বালাবে অন্ধকারে ঊষাপতির আভার বোধ
মানবিক অবক্ষয় করবে শক্ত হাতে রোধ
বিচ্ছুরণ ঘটাবে অন্যায়-অসত্যের বিরুদ্ধে  শাণিত ক্ষোভ
তরুণ দের প্রকৃত সমুজ্জ্বল আদর্শের বলে –
ঘুষ , দুর্নীতি , স্বজনপ্রীতি , কালোবাজারী , মজুতদারি
শোষণ , নির্যাতন , বৈষম্য , দমন ও ধর্ষণের প্রতিবাদে লড়বে ,
অকৃত্রিম দেশ প্রেম দিয়ে স্বদেশ ভূমি গড়বে
অসহায় মানুষদের উত্তরণের উত্তম সরণি ধরবে ।


তরুণের হৃদে ফুটবে আবীরের কৃষ্ণচূড়া যা অন্তহীন ফাগুন
চোখে মুখে ঝরবে নিরবশেষ সৌন্দর্যের আগুন ।


তবে সে অনুরক্ত আগুন –
চরিত্রের অবক্ষয় ও অনাদর্শের নয়
লোভের  নয়
নয় হিংসা-বিদ্বেষের
দুর্নীতি-স্বজন প্রীতির নয়
ঘুষ-উপরি আয়ের জীবন নয় ।


তারুণ্যের  অগ্নিস্ফূলিঙ্গ –
হবে না সাধারণ মানুষের ক্ষতির কারণ
নয় মিথ্যা চর্চার বেসাতি
ক্ষমতা ও ক্ষমতাসীনের  তাঁবেদারী না
ঘুর্ণাক্ষরেও নয় – লেজুড় বৃত্তি , পদ লেহী
চামচা-চাটুকারিতা , স্বার্থপরতা র নির্লজ্জ অনুশীলন ।


তারুণ্যের অবিনশ্বর তেজোদীপ্ততা -
  হীন হীনমন্যতা নয়
নয়তো  বিলাসিতা , কলুষতার  বিকাশ
দেশের সম্পদ লুণ্ঠন , আত্মসাৎ ও কুক্ষিগত করা নয়
কখনো করা নয় কারো অধিকার  খর্ব
নয় মাতৃ ভূমির একটি ইঞ্চি ও স্বার্থ ত্যাগ
তবেই সে তরুণ ও তারুণ্য কে নিয়ে হবে
আমাদের গর্ব  !


শরীফ নবাব হোসেন ।