তারিখ ঃ – ১১/০৭/২০২১ ইং , সময় – ৮-০০ টা ।


ভোগের  নেশায়   অন্ধ   ! !


  সরল , সঠিক পথে চলো
বলে , চলবো  আস্তে ধীরে ।
নামাজ , রোজা করো
বলে , করবো আরো পরে ।
দান-খয়রাত , সাহায্য শুরু করো
জবাবে বলে , টাকাকড়ি হোক আরো ।


হজ্জ   করো  আদায়
বলে , আর একটু হোক বয়স , এখন করে নি সদাই ।
সুদ , ঘুষ , দুর্নীতি এবার ছাড়ো
বলে , সময় মতো সবই দেবো ছেড়ে ,
সঠিক ভাবে করো নিজ দায়িত্ব পালন
বলে , এদিক সেদিক সময় দিয়ে করি মনের মিলন ।


মানুষের জন্য করো কাজ
বলে , আর একটু গুছিয়ে নেই , তখন হবো কাজের মহারাজ ।
সামাজিক কাজে রাখো অবদান
বলে , বর্তমানে খুবই ব্যস্ত , ভবিষ্যতে করবো প্রভূত পরিমাণ ।
জীবন চলায় পরকালের  কথা করো চিন্তা
বলে , ঢের সময় আছে , তা নিয়ে করো না দুশ্চিন্তা ।


মুসাফির বলে –
এখনো তো জীবন মেলার বিস্তর কাজ রয়েছে বাকী
তাইতো দিচ্ছি বিধাতার অর্পিত দায়িত্বে ফাঁকি ।
এরই মাঝে  -
হঠাৎ একদিন  এলো  তার ডাক
সময় একেবারেই শেষ
প্রস্তুতির নেই কোন রেশ  
যেতে হবে ওপারে
মায়ার বাঁধন ছেড়ে
সবকিছু ফেলে , প্রাণটা গেল উড়ে ।।


শরীফ নবাব  হোসেন ।