০৪/০৯/২০২০  ইং , সময় – সকাল – ১০-০০টা ।


ভোক্তা র  অসহায়ত্ব  ! !


সব সময় সব জায়গায়
সাধারণ জনগণ ই সকরুণ নিরুপায়  
প্রতিষ্ঠানের কর্তা রা চোখ রাঙায়
কথায় কাজে হাইকোর্ট  দেখায় ।
  
সব খানে আমরা ভোক্তা
পিষে , শুষে হই তক্তা
মাছ-মাংসের গরম বাজার
দামে বেশী , ওজনে ঠকার ।
তার উপর পঁচা বাসি
ক্রেতা র লাগে অস্বস্তির কাশি
মুদি র দোকান , ঔষধের দোকান
কথায় কথায় মেজাজ দেখান ।


ইচ্ছা মতো পণ্যের বাড়ায় দাম
কারো তোয়াক্কা র নাহি কাম
দ্রব্য মূল্যের লাগামহীন গতি
ভোক্তা দের অবস্থা চরম বেগতি ।  


সিএনজি , রাইডার , টেম্পু , বাস
তারা করে স্বর্গে  বাস
ভাড়া আদায় , উঠা-নামায় হয়রানি
হরদম  যাত্রীদের ঘটে পেরে শানি ।


ডাক্তার , ক্লিনিক  , প্যাথোলজী , হাসপাতাল  
সেবার অব্যবস্থায়  রোগী রা বেসামাল
অফিস , আদালত , কোর্ট , কাছারী
জনগণ করে নিত্য পায়চারি
তারা সেখানে অতীব অসহায়
অভয়ের বাণী তাদের কে শুনায় ?


বিক্রেতা-সেবা দাতা দের আছে সিণ্ডিকেট
গ্রাহকেরা অসংঘটিত মুখ-বন্ধ বাস্কেট
বাজারে ভেজাল জিনিসের ছড়াছড়ি
গোলক ধাঁধায় সবার মন নেয় হরি ।


যে যেখানে দায়িত্ব রত আর যোগান দাতা
সে  সেখানে গ্রাহকের খায় মাথা
এভাবে চলতে থাকলে  সাধারণের হবে কী
ভুগতে ভুগতে জীবনটা অসাড় নয় কী ?  


সব অনিয়মের একটা বিহিত দরকার
সোনার বাংলা টা না হয় যেন ছাড় কার !
আমজনতা , গ্রাহক , শোষিত ভোক্তা
হতে হবে পরিপূর্ণ  একতা
যেথায় অপশাসন , দুর্নীতি , অনিয়মের অপবাদ
প্রয়োজন ভুক্তভোগী মানুষের যথার্থ  প্রতিবাদ ।


শরীফ নবাব  হোসেন ।