০৪/০১/২০২০, সময় – ৯-৫৫ মিনিট


ভোরের পাখির ডাক


                                  


ভোরের পাখিরা –
করে হাঁক ডাক, কিঁচির মিঁচির নিরন্তর
তখনো ঘোর অন্ধকার
সকল মানুষ ঘুমে বিভোর
পৃথিবীটাও  মূর্তির মতো স্থবির
গাছ-পালারাও  নিশ্চুপ শান্ত
ডাল-পাতাদের কোন নড়াছড়া নেই
টিপ টিপ, টুপ টুপ কুয়াশা ঝরছেই
কুয়াশার সাথে মিলনে ওরা সতেজ, আনন্দিত
আজানের সময় এখনো কিছুটা বাকী
তখন থেকেই শুরু হয় পাখিদের ডাকাডাকি ।



কোন কোন ঘর থেকে নিস্তব্ধতা ভেঙে মোরগের
ডাক শুনা যায় ক্লান্তিহীন
কু্কুরগুলো ঘেউ ঘেউ করে অন্তহীন
হয়তো অদৃশ্য কিছু দেখে তারা  
পাখিদের বিরামহীন কলকাকলি কলতানে
নিঝুম ঘুমন্ত  প্রকৃতি
কিছুটা আড়মোরা ভাঙে, মুখরিত হয়
কোন কোন শিশু ভোরের পাখির সাথে
একাত্মা  হয়ে জেগে উঠে
খেলায় মেতে উঠে আপন মনে
অথবা কোন কিছুর ব্যতিক্রমে
কান্নায় জাগিয়ে দেয় ঘুমন্তকে ।


এসব পশু-পাখিদের --------
ডাকাডাকি,মাতামাতি, হাঁক-ডাক, কলরব
সবকিছুই ভোরের রাঙ্গা সূর্য, সকাল ও আগামী দিনের
আগমনীর প্রস্তুতির গান ও উৎসব
সবিই আগামী কালের সব নতুনের আহবান
অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন ও শুভকামনা ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী , দেওয়ানহাট ।