তারিখ ঃ – ০৬/০৩/২০২১ ইং , সময় – সকাল – ৯-০০ টা ।


ভোরের পরিবেশ ।


ভোরের হাঁটা
পাখির ডাকা
খোলা আকাশ
মুক্ত বাতাস
বিশুদ্ধ  বায়ু
বাড়বে আয়ু
শিশির ঝরে
পাতা পড়ে
কুয়াশায় সাদা
ডোবাতে কাদা
কোকিলের কুহুতান
মাতায় প্রাণ ।


ফুলের হাসি  
অপলক চাহি
হকার হাঁকে
গৃহিণী ডাকে
বাহারি পণ্য
হেরিয়া ধন্য
তটিনীর জলে
দিবাকরের কিরণ জ্বলে
কৃষক মাঠে
ফসল কাটে  
ক্ষেতের সবজি ঝলমল
আনন্দে টলমল ।


বধূ আসে
খেয়া ঘাটে
মিষ্টি  হাসি
প্রেমিকের বাঁশি
জেলে মাছ তোলে
আনন্দে মন ভুলে
শিশুর খেলা
প্রাণের মেলা
পশুরা চড়ে মাঠে
রাখাল ঘাস কাটে
ভোরের স্নিগ্ধ  আলো
লাগে বেশ ভালো ।


শরীফ নবাব হোসেন ।