আশা ছিলো তোমায় নিয়ে
বাঁধবো সুখের ঘর,
কোন্ সুখেতে আমায় তুমি
করে দিলে পর?


কোন্ ভুলেতে ভুললে আমায়
ছিলো কিসের ভুল?
জীবন আমার হইছে নদী
ভাঙছে যে দুই কূল।


নদী ভাঙন মানুষ হয়ে
হাঁটছি এখন পথ,
কেমন জানি থমকে গেছে
আমার জীবন রথ।


এখন শুধুই তোমায় ভাবি
হয় যে মনে আশ,
ঐ আকাশের চাঁদের সাথে
করি গিয়ে বাস।


আবার ভাবি চাঁদও যদি
তোমার মতো হয়,
ভাবার মাঝেও এখন আমি
পাই যে শুধুই ভয়!


তাই তো এখন ইচ্ছে আশা
সবই আমার শেষ,
একা একা সরল পথে
হাঁটছি আমি বেশ।


৭আশ্বিন ১৪২৭;ভিয়াইল