আমি বেদনার সাথে করি বাস
আমি বেদনার দিকে ধেয়ে চলি
বেদনাই হলো আমার আকাশ
বেদনাকে আমি আজ বন্ধু বলি।


বেদনাকে আজ নিমন্ত্রণ করি
বেদনাকে আমি আজ সাথী ভাবি
বেদনাকে সঙি করে পথ চরি
বেদনাকে নিজ সত্তা করি দাবি।


বেদনা গুলো যে খুব মিষ্টি হয়
বেদনার মাঝে থাকে নয়া সুখ
বেদনার ফলে হয় বিশ্ব জয়
বেদনার পরে আসে রাঙা সুখ।


জীবনের পথে যে পেয়েছে ব্যথা
জীবন তাহারে দিয়েছে প্রভাত
জীবন তাহারে শিখিয়েছে কথা
জীবন থেকে যে কেঁটে গেছে রাত।