বনের মাঝে স্তব্ধতা নেই সমাগম,
শুধু ভয় রক্ত থাবা হচ্ছে আগমন!
কে করিবে প্রতিবাদ, কেগো বলবান?
কে তুমি রুখে দাঁড়াবে, কে তুমি জোয়ান?


রক্তমাখা জমিনের ঘাস বেঁচে নেই,
মরবে প্রতিবাদী সুর, যে তুলিবে সেই!
কে করবে এই অসুরকে সংহারে বিনাস,
কে করিবে ধ্বংস যেই করে সর্বনাশ।


কার হাতে নবাগত হবে বাংলাদেশ?
কে ফোঁটাবে নয়া ফুল তথাপি সুরেশ?
মানুষের থাবাগবা বন্ধ হবে কবে?
মানুষ মানুষে প্রেম কবে হবে তবে?


এত ভয়ে ভয়ে চলা, নত কথা বলা,
আর কত খাবে তুমি বলো যে কানমলা?
ভয় আছে মেনে নিতে হবে হাঁদারাম,
ভয়ের পিছন থেকে দিয়ো'রে ফরমান।


কে করিবে প্রতিবাদ, করিবো যে আমি!
কে করিবে প্রতিবাদ, হাত তুলো তুমি!
চলো তবে ভয় রক্ত থাবা দেই রুখে,
ঘোল মেখে দেই চলো শোষকের মুখে।


তারিখ:২১/১০/২০১৯