সবুজ অরণ্যের নিচে কোলাহল-
কাকলিত গান-মেলা সকাল বিকাল,
খেলাধুলার আড্ডা জম-পেশ মিল
নীরব স্মৃতির ধোঁয়া দেখি আজকাল!


সকাল বেলার সেই পাখিদের গান
আজ দেখো ট্রাফিকের সিগন্যালে ফেঁসে,
অচেনাদের সারিতে ঠাঁই পেয়ে মন
কেঁদে চলেছে, তবুও মুখটা যে হাসে!


পুষ্করিণী পাড়ের গাছের শিকড়ে
আনত ভাবনাময় দৃষ্টির ত্রাণে,
সৃষ্টির প্রতিক্ষায় নগর জীবনে
দেখা হয় না ডুবার নৃত্য এ প্রাণে।


শৈশবের স্মৃতি সবুজ গ্রামে
মাঝিমাল্লার গান,বিল ভাও ডিঙে-
ভাটিয়ালি গান সেতো মুছে গেলো আজ
নগরের ব্যগ্রতা পাষাণের সঙে।


এই নগরের কাছে হারিয়েছে সবে
পাখিদের গান,মাঝি-মাল্লার নাম
কত কবি হারিয়েছে শহরের কাছে
স্মৃতির কল্পনা করেছে যে বাম।


গাজীপুর, ঢাকা
২৮/০৬/১৯