নিষ্ঠুর পৃথিবী-
এ পৃথিবীতে যে কেউ কারো নয়,
এ পৃথিবীতে যে শুধু তৃষ্ণার ভয়!
পৃথিবীর বুকে শকুনের ঝাঁক-
উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে কাকে খাবে?
পৃথিবীর বুকে অনাথের হাঁক।


নিষ্ঠুর পৃথিবী-
পৃথিবীর পটে পটে দুর্গম গিরি-
হাহাকার ক্লান্তি অবসাদ সিঁড়ি।
ক্ষুধার জ্বালায় চোখ জ্বলে যায়-
ভাত দে আমায় ভাত দে চিৎকার!
অনাথের ভাত গুলো কাকে খায়।