স্বপ্নরা ঘুরেফিরে বারেবার এসে,
রাত্রির পাখা মেলে এই মনে বসে!
কত রঙা ঢঙা আশা এসে দেয় টুপ,
জীবনের বেড়া-জালে শুধু থাকে ক্ষোভ।


ব্যর্থতা ধরা পরে স্বপ্নকে দেখে,
রুচি হয় তবে ভয় যদি নেই মেখে!
দুনিয়ার পথঘাটে চলি ভয়ে ভয়ে,
স্বপ্নের ছোঁয়া পেয়ে যদি যাই খয়ে!


পূর্ণতা দিতে চাই স্বপ্নটা ঢের,
যদি লাগে ব্যর্থতা, নাহি পাই টের!
সেই ভয়ে দূরে থাকি মাথা করে নিচু,
স্বপ্নকে করে দেই সব চেয়ে উচু।


তাই বলে হাল ছেড়ে করি নাই পাপ,
সোজা হয়ে চোখ বুজে ঢুকিনি তো খাপ।
মনে মনে প্রত্যয় করেছি যে কড়া,
স্বপ্নের পিছু ছুটে হবো নাতো মরা।


ক্যারিয়ার গড়ে যাবো নীতি পথে চলে,
স্বপ্নরা ধরা দিবে বসে যাবে কোলো।
স্বপ্নের পিছু ছুটে হবে নাতো লাভ,
স্বপ্নকে গড়ে নিয়ে কাজে ধাপে ধাপ।


রচনাকাল:১২ সেপ্টেম্বর ২০১৯