ফেব্রুয়ারীর গাছের ডালে, দেখো ফুটছে কত নানা ফুল,
ফেব্রুয়ারীর কোকিল ডাকে, দেখো কুহুতানে কুহু রোল।
ফেব্রুয়ারীর শরীর জুরে, দেখ না চেয়ে গুলির দাগ,
ফেব্রুয়ারীর কণ্ঠে কেমন, শোন না কানে ভাষার রাগ!


ফেব্রুয়ারীর গাছের ডানে, দেখো ঐটা কোনো ফুল নয়!
ফেব্রুয়ারীর কোকিল ডাক, দেখো ঐটা কোনো পাখি নয়!


ফেব্রুয়ারীর রফিক শফি, কেউ হয়েছে গাছের ফুল-
ফেব্রুয়ারীর ভাষা শহিদ, জব্বার সালাম দিলো রোল।
ফেব্রুয়ারীর শহিদ যারা, তারাই হলো ভাষার প্রাণ,
তারাই হলো বসন্তী ফুল, কোকিল হলো তাদের জান।