ছোট ছোট ছেলে মেয়ে মাঠে করে খেলা
পড়া লেখা নাই শুধু শুধু অবহেলা।
পড়ার সময় তারা ছুটে নানা দিকে
আজে-বাজে কাজ শুধু চোখ মেলে শিখে।


বড়দের সাথে তারা করে বেয়াদবি
সকলের চোখে তারা কান বাঁকা ছবি।
কত লোক এলো গেলো কত কথা বলে
বেয়াদবি ছেড়ে তবু যায় নিতো দলে।


শনিবার দিন ছিলো সবে মিলে এক
স্কুলে যাবে না কেউ ধরেছে যে ভেক।
রাস্তার কিনারে আছে বসে তারা সবে
হাঁদা-বোদা লোক এলে মজা নিবে তবে।


এক লোক এলো তবে ব্যাগ নিয়ে কাঁধে
সাদাসিধা লোক ছিলো পড়ে গেলো ফাঁদে।
তাকে নিয়ে শুরু হলো যত কটু কথা
দিলো তাকে মন ভরে যত আছে ব্যথা।


চেহেরাটা জ্ঞানী গুণী মুখ করে ভার,
বলে দিলো শুনো বাবা কি করিবে আর?
পড়ালেখা করো সবে ছেড়ে দিয়ে সব
ফিরে এসো নীতি পথে করে কলরব।


২০/০২/২০২০ইং