কস্তিপাড়ার গরুর হাঁটে
উঠছে অনেক ষাঁড়,
হরেক রকম গরু আছে
ছাগল ভেড়া আর।


আরেক পাশে কয়েকটা যে
উঠছে কালো মোষ,
লাল ষাঁড়ে যে ফুঁস ফুঁসিয়ে
করছে ভয়াল রোষ।


মাইক দিয়ে ভলান-টিয়ার
বলছে সারাক্ষণ,
তোমার পশুর দিকে তুমি
দিয়ে রেখো মন!


পশু যেনো না যায় ছুটে
শক্ত করো গ্যাঁট,
সফল করো সবাই মিলে
এবার গরুর হাঁট।