রেল লাইনের রাস্তায় হাতে হাত ধরে হাঁটাহাটি
সেই মধুময় স্মৃতির বেলাটা মনে আছ ঘাসফুল?
মনে আছে রাঙা চুড়িওয়ালার রঙিন চুড়ি কথা?
লালচে বর্ণের ফিতার কথা তো ভুলবার মতো নয়!


যখন আবার আকাশের বুক বিবরে বৃষ্টি নামে,
তখন মাথার উপরে আমার হাত উড়াতে উড়াতে
আশ্রয় নিতাম কোন এক ভাঙা খড়ের তুলা কুটিরে,
নদীর ঘোলাটে পানির মতোই দুজনে চলতাম যে!


আজ কেনো বলো পৃথিবীটা ভাগ হয়ে গেলো ক্ষণচরে
হাজার হাজার স্বপ্ন বিলীন হলো দুজনের মোহে
নদীর কোলের দূর্বাদলের মতো আজ ভিজে কেনো?
বলতে কি পারো এই শ্রবণের কারণ কি ঘাসফুল?