জীবনের মায়াজালে,পড়ে আছো কালে কালে
ভুলে গেছো মানবতা,
স্বার্থের পরাজয়ে, ক্ষেপে গেছো রোষ দ্বয়ে
ক্ষতি মুখে প্রবণতা!


মানুষের কাজকামে, দেখো শুধু ডানে বামে
ভুলত্রুটি কতটুকু,
ভুল হলে বলো ভালো,ভালো হলে বলো কালো
গড়ে দিলে ঝালকটু!


কারো ভালো দেখে তুমি, সুখ পাও খুব কমি
ফুলে উঠো ক্রোধরূপ,
শুধু বলো বড় কথা, ধেয়ে যেনো তরুলতা
ঝোপ বুঝে দেও কোপ!


ভুলে যাও মূলনীতি,কার হবে কিসে ক্ষতি
শয়তানি মায়াজালে,
মানুষের মন থেকে, গেছো তুমি চাঁদ বেঁকে
সাজা পাবে পরকালে।


হিংসুটে আচরণ, করো হলো অকারণ
ভেবে দেখো চোখ খুলে,
পৃথিবীতে ভালো কাজ, বেঁচে থাকে হয়ে রাজ
সিংসুটে যায় ভুলে!


তারিখ: ২৬/০৯/২০১৯ইং