একটু জায়গা দেরে প্রিয়
বাসবো ভালো বলে,
একটু সোহাগ কমতি পেলে
না হয়, যাবি চলে।


অন্ধ আমি তোর কাছে যে
অন্ধ বারং বার,
ছেড়ে দেনা একটু জায়গা
একটু জায়গা ছাড়।


পথ প্রান্তরেও পরে থকি
থাকি উদাস দুপুর,
পাবো বলে তোর ঐ ছায়া
রূপ্য পড়া নুপুর।


বাঁকা চোখের বিকেল বেলা
যখন হাঁটো তুমি,
রঙিন দিনের রংধনু'টা
উঠবে সেদিন জানি।


তাইতো সেদিন পিছন পিছন
স্বপ্ন বুনছি শত,
বিকেল বেলায় নাটাই সুঁতো
বেঁধে দিছো কত।


সুঁতায় গাঁথা স্বপ্নগুলো
মুক্ত হবে ছিঁড়ে,
দূর আকাশে উড়ছে তবু
ভিড়ছে নাতো নীড়ে।


ঐ আকাশে স্বপ্ন গুলো
আটকে আছে জানি,
তুই যে আমার একটা মনে
একটা মধুর রাণী।