শীত বুড়ি যে আসছে তেড়ে
ঠান্ডা হাওয়ায় শীতল বেড়ে
প্রাণটা বুঝি নিবেই কেড়ে
শীতের বুড়ি আসছে তেড়ে।


কে আছিস ভাই একটু দাঁড়া
শীতের বুড়ি দিচ্ছে তাড়া
শীতের ভয়ে সবাই মরা
কে আছিস ভাই একটু দাঁড়া।


রাস্তার দ্বারে আছে পরে
কাপড় বিহীন লোকটি মরে
জ্ঞানের কাঠি কার যে ঘরে
কাপড় বিহীন লোকটি মরে।


আয় না সবাই হাত বেড়ে দেই
মানব দানব এক হয়ে নেই
চল আজ প্রমাণ দিবো মোরা!
আমরা সবাই শ্রেষ্ট মানব-
একেকটি যে ফু্লের তোড়া।