মানবতা আজ ধর্ষিত হয় মুক্তমঞ্চে মুখে,
মানবতা আজ লুন্ঠিত হয় ধড়িবাজ বধ শোকে।
মানবতা আজ নেই তো আজকে মানব সমাজ লোকে,
মানবতা আজ কোথায় তোমার,সচল চক্ষু দেখে?


মানবতা আজ দেখছি না ঐ মানব সমাজ কুলে,
মানবতা আজ চপল যাচ্ছে, মানব সমাজ ভুলে।
মানবতা আজ ধুমড়ি নারীর আঁচল ছায়ার তলে,
মানবতা আজ প্রেমিক স্বামীর জায়ার মায়া ছলে।


মানবতা আজ বাড়ির সালিশে হায়ার করা নেতা,
মানবতা আজ লজ্জা ছেড়েই শরম নিয়ে জেতা।
মানবতা আজ কিশোরী নারীর পল ছিঁড়ে খাওয়া,
মানবতা আজ দু-হাত ভরেই ঘুষের টাকা নেওয়া।


মানবতা আজ দেখছি তোমায় শতক শত ধর্ষণ
মানবতা আজ ঘুমিয়ে তোমার ঘুমের দেশে বর্ষণ।
মানবতা আজ পথের কোলাজ মনু মানব দ্বন্দ্ব,
মানবতা আজ নদীর তটেই টিলা লাশের গন্ধ।


মানবতা আজ হারিয়েই গেছে,না হয় আছে লুকিয়ে,
মানবতা আজ মুণ্ডু ছেদের রক্ত গেছে শুকিয়ে।
মানবতা আজ ধর্ম নিয়েই করছে যে মারামারি,
মানবতা আজ লজ্জা পেয়েই, হারিয়েছে তাড়াতাড়ি।