একটি যাযাবরের গল্প শুনবে?
আকাশের ঐ রক্তিম সূর্য নতুবা
এই পৃথিবীর কোনো এক কোণে-
পড়ে থাকা একটি পাথরের প্রেম!
                    মেনে নিবে তোমার সমাজ?


কিছু গল্পে বিনোদন ছাড়া-
আর কিবা পাওয়া যায়?
এর থেকে বেশি কিছু চাওয়াটাও বেমানান।
তবুও তো মন চায়,
কিছু তো পায়!
              হোক না সেটা সুখের পরিবর্তে
এক সমুদ্র দুখের জল!
তবুও তো মেনে নেয় কিছু মানুষ!


কি মেনে নেয়, কি ভাবছো?
দুজনের প্রেম?
দুজনের ভালোবাসা?
না না মেনে নেয় না!


তবে মেনে নেয় কোনো এক পক্ষ
তার আকাশে মেঘের গর্জন
বাতাসে তিক্ততার ঘ্রাণ
        একাকিত্ব তার বিশ্বদুয়ার।


এক সময় ভুলে যায় সকল কথা
আগে যেমন উঠতো মরণ বিষ
এখন আর সেই বিষ উঠেনা জগঠে!
ধীরে ধীরে মুছে গেছে
                  মুছে যাবে মুছে যাবে
                   কিছু সুখ দুখের ব্যথা।