নামের পাশে লিখি দিলো
খুদাই করে কবি,
কেমন করে বুঝাই তাদের
আমার আসল ছবি?


কবি লেখক নই যে আমি
কৌতহলে লিখি,
লেখার চেয়ে পড়ি বেশি
একটু একটু শিখি।


রবি কবি পদক ভূষণ
থাকলে হবে নামে?
দেখতে হবে সমাজ কোথা
ঘুরছে তোমার কামে।


বুক পকেটে সোনার কলম
লম্বা চুল আর দাঁড়ি
চিকন পাড়ের থান কাপড়ে আর
হাওয়াই রঙের শাঁড়ি


কাঁধে করে সাইট ব্যাগ আর
পাঞ্জাবিটা পড়ে
চোখের উপর মোটা ফ্রেমের
চশমা খানা ধরে


কবির বেশে ঘুরলে বুঝি
যায়রে হওয়া কবি?
কবির বেশে ঘুরছে যারা
তারা ছাগল অবি?


২০আশ্বিন ১৪২৭;ভিয়াইল