ঝড় এসেছে মেঘ ভেসেছে আমার মনের কোণে
বৈরী আকাশ রুক্ষ বাতাস বইছে ক্ষণে ক্ষণে,
শ্রাবণ দিনের বৃষ্টি হলো চৈত্র মাসের খরা
এতশত যে ঘটালো তাকেই পরে মনে।


ঠুমকি জীবন দুখের পবন লাগলো আমার দ্বারে
ছলেবলে কল-কৌশলে অবুঝ মনটা কাড়ে,
ছলনাময়ী ফণীমনসা নীল করিলো ধরা
দুঃখ গুলো সৃজন করি এখন নদীর পাড়ে।


সুখের সময় ছি মায়াময় দেখছি কত যে ঢং
কথার পরে দিচ্ছে গড়ে নতুন নতুন সে রঙ,
যখন আমার দুখের অনল উঠলো বারিধারা
সেই পানিতে পাষাণ হৃদয় ধরলো বলে তার জং।


সবাই খোঁজে ভালো বুঝে নিজের ষোলো আনা
তাহার কাছে বুঝ'টি আছে ছিলোনা যে জানা,
আমিও যে স্বার্থবাদি, তাই বেসেছি ভালো
এই জগতে অর্থদিয়ে ভালোবাসা কেনা!


তাই তো এখন যখন তখন মনে লাগে খরা
কাল বোশেখি ঝড়টা উঠে মনের ঘরে কড়া,
নদীর মতো ভাঙতে থাকে স্বপ্ন ঘেরা স্মৃতি
আমার পরান মিশ্র জাতি দুইটি মনে গড়া।