চত্তি বোশাখ মাসের খড়ায় নেহাল আমার
মন'ডা যহন ফাইডা বিলের মাঢির মতন
খাঁ খাঁ করছিলো,তহনি তো-তুই আইছিলি-কাল
বোশেখি ঝড়ির নেহাল আমার এই মনডা'তে।


আমি তোরে কিছু কইছিলাম না হেইদিন,তুই
একাই তো বকবক কইরা কইয়া গেছিলি।
আমি হেইদিন বেভাক কতাই হুইনাই গেছিলাম,
কিচ্ছু কইছিলাম না, বেভাক কতাই তো
আমার দিব্যি খেয়ালে আছে, কইছিলি তুই-
আমারেই নাকি তুই ভালোবাসিছ,আরো কইছিলি
আমারে ছাড়াই নাকি তোর এই জীবন অচল।
এহন তুই যে কিভা আছস হে কথাডা জানার
মেলা ইচ্ছা করে!


চত্তি বোশাখ মাসের খড়া কাটছিলো'রে- তুই আইছিলি!
তোর পিরিতের খেলায় আঠার কালা ধান এর-
মতন ফুইলা উঠছিলো আমার এই মনডা।
আমি যে গাঁয়ের হাইলা চাষীর মতন তোর ঐ পিরিতের-
জমিনডা সব সময় পাহড়া দিতাম
তুই তো সবই জানতি!


হঠাৎ কি জানি কি হইলো তোর ঐ মনডাতে!
আবার চইলা গেলি আমারে হেই আগের মতন
একলা কইরা দিয়া, তাইলে আহার কি দরকার
আছিলো তোর? আমি আইজকাও তো বুইঝাও বুঝে না
তোর পিরিতি!ডুইবা গেলাম তোর ঐ মরা গাঙ্গের-
বালু ভরা বালুচরে।


তারিখ:০৯/১২/২০১৯