মায়ের ভাষায় বলছে কথা
দুই বছরের ছেলে,
মুচকি হেসে কাটছে ছড়া
বর্ণ নিয়ে খেলে।


অ আ ক খ পড়ছে সে তো
বলছে মনের সুখে,
খইয়ের দানা ফুঁটছে সদাই
মিষ্টি ছড়ার মুখে।


তার ছড়াতে হাসছে পাখি
হাসছে রঙিন পাতা,
হাসছে আরো গাছে ফুলে
লিখছে ধূসর খাতা।


খোকন সোনার স্বপ্ন হলো
পূর্ণ মনের আশা,
মনের সুখে বচন করে
বাংলা মায়ের ভাষা।