সূর্য উঠেছে আকাশ বেধিয়া, কিরণ ধোয়েছে মেঘে
ভূলোক জেগেছে সবুজ পাতায়,মনুজ উঠেছে জেগে!
বিষন্নতায় গ্রাসিয়াছে সব, জ্যৈষ্ঠমাসের ধুলি
আষাঢ় মাসের বাদল ধারায়,হারায় তরুণ বুলি!


টিনের চালায় ঝুমুরঝুমুর বৃষ্টি বাজায় সুর
বন্দি যৌবন মৌন্য ক্ষুধায়, ভ্রষ্ট অচিন পুর।
ভ্রষ্ট জীবন পশুর শামিল, নখর বিষের দাঁত
বুক চিড়ে খায় হায়না জালিম, পড়ছে যেথায় হাত।


ঝাঁটা পেটা কর কুঁকড়ি সমাজ যেমন পেটাও সাপ
যাদের জন্য হয়না সমাজ সদ্য জন্মলাভ।