গাছের ডালে হলদে পাখি
গাইছে মধুর গান,
বিজয় মাসে নাচছে শিশু
নয়া নতুন প্রাণ।


নতুন দেশের নতুন মানুষ
নতুন পশু পাখি,
নতুন নতুন স্বপ্ন উদয়
দেখছে সকল আঁখি।


সবার মনে ছিলো আশা
স্বাধীন করবে দেশ,
স্বাধীন দেশের নতুন সূর্য
দেখলো অবশেষ!


তাই তো এখন স্বাধীন দেশে
নতুন করে বাঁচা,
রক্ষে পেলাম পাকবাহিনীর
বন্দি থাকা খাঁচা।