নীল আকাশে উড়ছে কত
মন মাতানো পাখি,
দেখলে তাদের মন ভরেনা
আমার কেমন আঁখি?


হলদে একটি পাখি ছিলো
নীল রঙা তার মন,
সেই পাখিটার নাম শুনিলেই
করতাম যেনো পণ!


হলদে মায়ার খোলস তাহার
আসল হলো নীল,
আমায় ভালোবাসলো কেনো
দিলাম আমার দিল।


ভুলটা আমার সেদিন ছিলো
যে দিন হলাম তার,
হাসি-ঠাট্টায় প্রেম যে শুরু
মিষ্টি কথার পার।


তারপরেতে শুরু হলো
বালিশ ভেজার পালা
নীল রঙে যে বিষের মায়া
নীল কষ্টের ফলা।


গাজীপুর
১৩/০৬/১৯ইং